• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিশাল আকৃতির লক্ষ্মী-নারায়ণের মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

গেল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বহরপুর রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তার পাশের একটি বাগানে অভিযান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন প্রায় ৪৫ কেজি।

এ বিষয়ে গতকাল সোমবার একটি সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি-বিপিএম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বহরপুর রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তার পাশে একদল পাচারকারী বহু মূল্যবান একটি কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল।

তাৎক্ষণিকভাবে পাংশা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমকে নির্দেশ দিলে তিনি গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়াকে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৪৫ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণের বহু মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।