• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

স্যার সলিমুল্লাহর ১০৪তম মৃত্যুবার্ষিকী আজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯  

উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অগ্রনায়ক, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা স্যার সলিমুল্লাহর ১০৪তম মৃত্যুবার্ষিকী আজ (১৬ জানুয়ারি)। ১৯১৫ সালের এই দিনে ইন্তেকাল করেন তিনি। 
নবাব স্যার সলিমুল্লাহ ১৮৭১ সালের ৭ জুন জন্মগ্রহণ করেন। তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এ জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমিও দান করেন। তার বাবার নাম নবাব খাজা আহসানউল্লাহ ও দাদা নবাব খাজা আবদুল গনি।

এদিকে নবাব স্যার সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভার আয়োজন করে প্রকাশনা সংস্থা গ্রন্থকানন। এতে ১০ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নবাব সলিমুল্লাহ পদক-২০১৯ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। সভাপতিত্ব করেন গ্রন্থকাননের ব্যবস্থাপনা পরিচালক কবি শাহাজাহান আবদালী।