• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রামে ভূমি অফিসের ৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার করে নামজারি করতে সহায়তা করার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগোসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

অভিযুক্তরা হলেন, চৌধুরী আবু বক্কর হোসেন ইবনে কাশেম, চৌধুরী মোহাম্মদ আবু নাসের ইবনে কাশেম, সুমন চৌধুরী, মো. আকরাম হোসেন, মংনি মার্মা, বটন দাশ, সৈয়দুল আলম, দীনেশ কান্তি চাকমা ও কাজী আতাউর রহমান।

সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানিয়েছে দুদক সূত্র।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা পূর্বক ক্ষমতার অপব্যবহার করে ৪০৬৯/১৫ নং জমা ভাগ মূলে নামজারি সম্পাদনে কানুনগো দীনেশকান্তি চাকমা ও ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী আবেদনের সাথে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর মিল না থাকার পরেও নামজারি সম্পাদনে সহায়তা করেছেন।

এছাড়াও দলিলে বিএস দাগ ৩৩২৭ থাকলেও তার জায়গায় ৩৪২৭ লিখে নামজারিতে সহায়তা করার অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আরেকটি টেম্পারিংকৃত দলিলের মাধ্যমে নামজারি মামলা ৩৫৮৮/১৭ সৃষ্টি এবং বিএস খতিয়ান নং-৮৯৭/১৭ তৈরি এবং ব্যবহারের অপরাধে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/১০৯ এবং ১৯৪৭ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।