• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে আমিরাতের পথে ‘ধলেশ্বরী’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে মোংলা নৌঘাঁটি ত্যাগ করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী।’ গতকাল নৌঘাঁটি ছেড়ে যায় জাহাজটি।

এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এস এম মনিরুজ্জামান, (সি), এনসিসি, পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এ ছাড়া অন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজে গমণকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ডিফেন্স এক্সিবিশনে অংশগ্রহণ করবে। ১৮২ জন নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা ধলেশ্বরীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম মহব্বত আলী।

ওই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বর ১৩টি দেশের নৌবাহিনীর জাহাজ, বিশ্বখ্যাত ১১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানি, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় একলাখ দর্শনার্থী অংশগ্রহণ করবেন।

এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘ধলেশ্বরী’।

১৩ মার্চ ‘ধলেশ্বরী’ দেশে ফিরবে বলে আশা করা যায়।