• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ রোহিঙ্গা আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া বাজারে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার লম্বাশিয়া বাজারের হাফিজুর রহমানের দোকানে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

আটক হাফিজুর রহমান (৩০) উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-১৪ এর বাসিন্দা নূর কবিরের ছেলে।
র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লে. মীর্জা শাহেদ মাহতাব এ তথ্য জানান।

মীর্জা শাহেদ মাহতাব জানান, উখিয়ার লম্বাশিয়া বাজারের হাফিজুর রহমানের দোকানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (বার্মিজ সিগারেট) কিনতে অবস্থান করছে গোপন সংবাদে এমনটি জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানকালে হাফিজুর রহমানকে আটকের পর তার দোকানে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ বার্মিজ প্রিমিয়াম গোল্ড সিগারেট ৪০ হাজার ৩৮০ পিস, মেনসন সিগারেট ৩১ হাজার ৩২০ পিস এবং ৮ হাজার ২০০ পিস মারবেল সিগারেট জব্দ করা হয়। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধারকৃত সিগারেটসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।