• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আইয়ুব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯  

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থী এএসএম বদরুল আনোয়ার সভাপতি পদে জয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আইয়ুব খান।

রোববার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল হক চৌধুরী।

তিনি জানান, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থী এএসএম বদরুল আনোয়ার ১ হাজার ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী সৈয়দ মোক্তার আহমেদ পেয়েছেন ৮০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আইয়ুব খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী সংসদের প্রার্থী তৌহিদুল মুনীর চৌধুরী টিপু পেয়েছেন ৮৩৮ ভোট।

এ ছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে ১ হাজার ৪৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইসহাক, সহ-সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাশেদ ফারুকী। অর্থ সম্পাদক পদে ১ হাজার ৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন রফিকুল ইসলাম। পাঠাগার সম্পাদক পদে ১ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভাস্কর রায় চৌধুরী।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সম্পাদক পদে জেবুন নাহার লিনা নির্বাচিত হয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট পেয়ে। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ হাসান মুরাদ ১ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী ইয়াসিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, পাইরিন আক্তার, মো. আরিফুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন সম্রাট, মোহাম্মদ আফজাল হোসেন, মো. শাহেদ-উল-আলম সাইমন, মো. নাসির উদ্দিন রুবেল, আবদুল জব্বার, মো. রিয়াদ উদ্দিন।

এবারের নির্বাচনে আইনজীবীদের ৪টি সংগঠনের ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের নির্বাচিত করতে ৩ হাজার ৪২৬ জন আইনজীবী ভোটার ভোট দেন। আওয়ামীপন্থী আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট ১৯টি পদের সবকটিতে প্রার্থী দেয়। মুক্তিযুদ্ধের পক্ষের সমমনা আইনজীবী সংসদ এবং গণতান্ত্রিক আইনজীবী পরিষদ প্রার্থী দেয় ৫টি পদে।