• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে নির্বাচনী সহিংসতা, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯  

আগামী ২৪শে মার্চ সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র) কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ দু’পক্ষের  ৪ জন আহত হয়েছে।

এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান হান্নান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল মাজেদ খানসহ ৭০ জনকে আসামি করে গতকাল বুধবার  থানায় মামলা হয়েছে।

 পুলিশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সেন্টু ও যুবলীগ কর্মী মুকুল হোসেন কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বায়রা বাজারে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের মো. শহিদুর রহমান শহিদের কর্মী সমর্থক ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মুশফিকুর রহমান হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদ সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মনিরুজ্জামান হিরু (৬৫), বায়রা ইউপির ৫নং ওয়ার্ড সভাপতি ফরিদ হোসেন (৪৫) ও কৃষকলীগ নেতা ইউসুফ আলী (৬০) আহত হয়। আহতদের মধ্যে হিরুর অবস্থা গুরুতর।

প্রতিপক্ষ হান্নান সমর্থক বায়রা বাজার কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলী আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক  নৌকার সমর্থক লুৎফর রহমান সেন্টুর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ৬টি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আহত মনিরুজ্জামান হিরুর পুত্র দেওয়ান শরিফুজ্জামান সৈকত বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

মামলায় বিদ্রোহী প্রার্থী মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল মাজেদ খান ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হচ্ছে- যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.  ওবায়দুল হক, উপজেলা যুবলীগ সাধারণ-সম্পাদক মো. রমিজদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সেন্টু। এজাহারভুক্ত আসামিদের মধ্যে পুলিশ গতকাল ভোরে সায়েদুল ইসলাম, সেন্টু ও মুকুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত ৩ জনের সঙ্গে ওই মামলার ৬৮ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত সকলের জামিন মঞ্জুর করে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।