• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সু-প্রভাতের চলাচলের অনুমতির চিঠি ৩০ দিনে নিষ্পত্তির নির্দেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

সু-প্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে দেয়া চিঠি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল।

গত ২০ মার্চ রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় রাজধানীতে সু-প্রভাত পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধের নির্দেশ দেন বিআরটিএ।

পরে গত ১ এপ্রিল  সু-প্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ আলী ১৬৩টি বাস রাস্তায় চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’কে চিঠি দেয়। চিঠির কোনো জবাব না পেয়ে গত ৮ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাসগুলোকে চলাচলের অনুমতি দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু পরে অনুমতি না দেয়ায় গতকাল হাইকোর্টে রিট করে সু-প্রভাতের এমডি আশরাফ আলী।

রিটের শুনানি নিয়ে চলাচলের অনুমতি চেয়ে দেয়া চিঠি বিআরটিএ’কে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।