• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

জাহালম ইস্যু: দুদকের সিদ্ধান্ত জানতে চেয়েছেন হাইকোর্ট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

জাহালমের ঘটনায় তৈরি তদন্ত প্রতিবেদন অনুসারে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী কী সিদ্ধান্ত নিয়েছে তা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জাহালমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাস গুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। 

এর আগে গত ১১ জুলাই আদালতের নির্দেশ অনুসারে ২৬ মামলায় ‘ভুল’ আসামি হয়ে টাঙ্গাইলের জাহালমের জেল খাটার ঘটনা তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে দুদক। ওই প্রতিবেদনে দুদক কর্মকর্তাদের তদন্তে গাফিলতি, ব্যাংক কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও অর্থআত্মসাতের ঘটনায় একটি চক্রের লিপ্ত থাকার বিষয়ে তথ্য উঠে আসে।
 
ওই প্রতিবেদনের আলোকে মঙ্গলবার হাইকোর্টের আদেশ প্রার্থনা করেন দুদক আইনজীবী। কিন্তু আদালত বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, আপাতত এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। তবে তদন্ত প্রতিবেদন অনুসারে দুদক জড়িতদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত গ্রহণ করেছি তা জানতে চাই।