• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বিচার‌কদের নিরাপত্তা‌ নিশ্চিতে রুল জারি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

আদালত কক্ষে ছুরি নিয়ে আসামি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। পাশাপাশি সারাদেশের সব আদালতের নিরাপত্তা যথাযথ কেন নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

এছাড়া বিভিন্ন জায়গায় বিচারক, আইনজীবী নিহতের ঘটনায় নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ বলেও মন্তব্য করে আদালত।

আদালত বলেন, কুমিল্লা আদালতে বিচারকের সামনে একজনকে হত্যার ঘটনায় আমরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এর আগে নেত্রকোনার আদালতে দুইজন বিচারককে হত্যা করা হয়েছিল। আবার গাজীপুরে আদালতেও হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এ কারণে আমরা বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে রুল জারি করছি।

গত ১৬ জুলাই কুমিল্লা জেলা আদালতে বিচারকের সামনে হত্যা মামলার এক আসামির ছুরিকাঘাতে অপর আসামি খুন হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রিট করেন ইশরাত হাসান।

সারা‌দে‌শে বিচার‌কের নিরাপত্তা‌ রিটের শুনা‌নি‌তে হাই‌কোর্ট ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, ১২৩ জন পু‌লিশ থাকা অবস্থায় কি ক‌রে একজন ছু‌রি নিয়ে ঢো‌কে কু‌মিল্লার কো‌র্টে।

আদালত প্রশ্ন করেন, আর কত আইনজীবী বিচারক মারা গে‌লে নিরাপত্তা দে‌বেন আপনারা?