• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

এসবিএসি ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাগেরহাটের ফকিরহাটের কাটাখালীস্থ লখপুর গ্রুপের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

আমজাদ হোসেন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার বেশিরভাগ অর্থায়ন ব্যাংকগুলো নিশ্চিত করছে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই এসবিএসি ব্যাংকের লক্ষ্যই হলো কৃষিভিত্তিক অর্থনীতিকে তরান্বিত করা। আর কাজটি বাস্তবায়নে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা প্রতিষ্ঠা করেছি। তাছাড়া প্রধানমন্ত্রী শহরের সবধরনের সেবা গ্রামে পৌঁছে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে লক্ষ্য পূরণে এসবিএসি ব্যাংক চেষ্টা চালিয়ে যাবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম ফারুক বলেন, এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ৭৪টি শাখা খোলার মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১ঃ১ শাখা খুলেছে। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখি নাই।

তিনি আরও বলেন, এসবিএসি ব্যাংক আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করে ব্যবহার করেছে। সম্প্রতি আমরা বাংলাপে নামক একটি ডিজিটাল ওয়ালেট সার্ভিস চালু করেছি। এর মাধ্যমে জনগণকে আরও সহজে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারছি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক মো. আমজাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।