• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপে আফগানদের বিশেষ টার্গেট বাংলাদেশ!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

বিশ্বকাপ আসর থেকে এরইমধ্যে ছিটকে পড়েছে আফগানিস্তান। আফগানদের হারালে সেমিফাইনালের জন্য টিকে থাকবে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা বাংলাদেশ।

সোমবার সাউদাম্পটনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে কে ফেভারিট? বিশ্বকাপের আগে এমন প্রশ্নে বেশ মজা করেই আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী বলেন আফগানিস্তানের কথা। আরেক ক্রিকেটার হাশমতউল্লাহ শহিদি বলছেন নিজেদের দিনে তারা হারিয়ে দিতে পারে যে কোনো দলকেই।

ভারতের বিপক্ষে দুই উইকেট ও ৫২ রানের ইনিংস খেলেও দলকে নবী জয় উপহার দিতে পারেননি। 

টাইগারদের বিপক্ষে নামার আগে তিনি বলেন, বাংলাদেশ শক্তিশালী দল, বিশ্বকাপের মতো আসরে তাদের হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। এমনকি তারা বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে।

নবীর লক্ষ্য নিজেদের সেরাটা দেয়া। আলাদা করে কিছু দলকে লক্ষ্য করে বিশ্বকাপে এসেছেন বলেও জানান এই ডান-হাতি অলরাউন্ডার।

নবী বলেন, সব দলই কাউকে না কাউকে টার্গেট করে। আমাদেরও কিছু দলকে নিয়ে পরিকল্পনা তো থাকেই। আমাদেরও তেমন পরিকল্পনা আছে কিছু দলকে নিয়ে। কিন্তু এটা ক্রিকেট। যেখানে প্রতি ম্যাচেই সেরাটা দিতে হয়।

মোহাম্মদ নবীর পরিকল্পনা যেমনই হোক, দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হাশমত উল্লাহ শহিদী তো বলেই দিলেন, আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশ নয়, সব দল।

তার মতে, শুধু বাংলাদেশকেই আমরা হারানোর টার্গেট করিনি সব দলকেই আমরা একইভাবে দেখছি। আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যেদিন ভালো ক্রিকেট খেলি সেদিন শুধু বাংলাদেশ নয়, যে কোনো দলকেই হারাতে পারি।