• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আমরাও ইসলাম সম্পর্কে জানি এবং পড়াশোনা করি: ইলিয়াস কাঞ্চন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও সমাজসেবার জন্য একুশে পদকের সম্মানেও ভূষিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইদানিং তিনি ধর্মের প্রতি ঘনিষ্ঠভাবে ঝুঁকেছেন।

একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে তার ধর্মের প্রতি এমন মনোভাব স্বাভাবিকভাব হলেও অনেকেই সেভাবে নিচ্ছেন না বলে জানান এ অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মসজিদে নামাজ পড়তে গেলে অনেকে আমাকে দেখে অবাক হয়ে যান।  চলচ্চিত্রের মানুষের প্রতি অনেকের একটা খারাপ ধারণা রয়েছে। তাদের ধারণাই নেই যে একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব নামাজ পড়তে পারেন।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, আমরা ধর্ম নিয়ে কথা বললে সেটা অনেকেই মানতেই পারেন না। আমরাও যে ইসলাম সম্পর্কে কিছু জানি, পড়াশোনা করি সে ব্যাপারে তারা খটকায় থাকেন। অবশ্য এখন অনেকেরই সেই খটকাটা কমে গেছে।

ইলিয়াস কাঞ্চন মোট ২৬টি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবিটি ১৯৭৭ সালে মুক্তি পওয়া ‘বসুন্ধরা’। সর্বশেষ ছবি ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বিজলী’। তার সবচেয়ে জনপ্রিয় ছবি ১৯৮৯ সালে মুক্তি পওয়া ‘বেদের মেয়ে জোসনা’।