• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২  

পরিচালক রাজামৌলির আলোচিত সিনেমা ‘আরআরআর’। সিনেমাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার শেষ নেই। এবার সে আলোচনায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। শোনা যাচ্ছে, বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘আরআরআর’ সিনেমাটি। এরই মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তি করা হয়েছে। অনুমতির অপেক্ষা করছে আমদানিকারক প্রতিষ্ঠান।

নির্মাতা অনন্য মামুন তার ফেসবুকে একটি পোস্ট করেছেন শনিবার (২৬ মার্চ)। তাতে লিখেছেন: ‘আরআরআর’ বাংলাদেশের সিনেমা হলে দেখা যাবে। চুক্তি শেষ, এবার অনুমতির অপেক্ষায়।

স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল এ নির্মাতার কাছে। কিন্তু মুখ খুলতে রাজি হননি তিনি। বলেন, আমি এ ব্যাপারে খুব বেশি তথ্য দিতে পারব না। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বিস্তারিত জানাব।

সাফটা চুক্তির ভিত্তিতে সিনেমাটি আসছে বাংলাদেশে? এ প্রশ্নের উত্তর দিতেও রাজি হননি অনন্য মামুন। তার ভাষ্য: আপাতত কিছুই বলতে পারছি না। সবকিছু চূড়ান্ত হলে জানাব।

২৫ মার্চ ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ভারতসহ বিভিন্ন দেশের মোট ৮ হাজার প্রেক্ষাগৃহে চলছে ‘আরআরআর’। মুক্তির পর বক্স অফিসে বিশাল ঝড় তুলেছে সিনেমাটি। ‘বাহুবলি’ সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে ‘আরআরআর’। ভারতে এক দিনে প্রায় ১৫৬ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।