• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শিল্পী সমিতিতে পদ পাচ্ছেন রিয়াজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২  

শিল্পী সমিতিকে নিয়ে আলোচনা-সমালোচনার রেশ থামছেই না। নতুন করে আবারো আলোচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আলোচনায় আসার কারণ, সমিতির বৈঠক।

শিল্পী সমিতির বর্তমান কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক। ছবিতে সাধারণ সম্পাদকের চেয়ারে নিপুণকে দেখা গেছে। শনিবার (২৬ মার্চ) শেয়ার করা ছবিগুলো ২৭ মার্চ তার ফেসবুকে আর দেখা যায়নি।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সাইমন বলেন, ইফতার, ঈদ, পুনর্মিলনী ছিল বৈঠকের আলোচ্য বিষয়। আর বিবিধের মধ্যে ছিল রোজিনার পদত্যাগের বিষয়টি। বৈঠকের উনার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে আর সর্বসম্মতিক্রমে রিয়াজকে সমিতিতে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সাইমন জানান, গতকালের বৈঠকে রিয়াজ উপস্থিত ছিলেন না। তার শপথের ব্যাপারে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সভাপতির কাছ থেকে শপথ নেবেন রিয়াজ।

চিত্রনায়ক রিয়াজকে যুক্ত করা প্রসঙ্গে জানতে চাইলে সাইমন বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ করেছি আর সেখানে রিয়াজ স্থলাভিষিক্ত হয়েছেন।

শিল্পী সমিতির গঠনতন্ত্রের ১০নং ধারায় বলা আছে, কোনো কারণে কার্যকরী পরিষদের কোনো সদস্যের পদ বাতিল হলে সংসদের কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী পরিষদ বাতিল সদস্যের স্থলে সংগঠনের পূর্ণ সদস্যদের মধ্যে যে কোনো সদস্যকে কো-অপট (সংযোজন) করতে পারবেন। অবশ্য পরবর্তী সাধারণ সভায় তা অবশ্যই অনুমোদন করতে হবে।

বৈঠকে কতজন সদস্য উপস্থিত ছিলেন? উত্তরে সাইমন বলেন, আমরা ১২ জন ছিলাম। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ৭ জন সদস্য উপস্থিত থাকলেই কোরাম পূর্ণ হয়। গঠনতন্ত্রে এক-তৃতীয়াংশের কথা বলা আছে।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচন করেছিলেন রিয়াজ। ১৫৬ ভোট পেয়েছে হেরেছিলেন তিনি।