• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

অনুরোধের পর কেঁদেও বিমানে উঠতে পারলেন না ঋতুপর্ণা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২  

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিংয়ের কাজে আমদাবাদের পথে রওনা হয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

শুধু তাই নয়, টানা ৪০ মিনিট অনুরোধের পর কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। এ নিয়ে সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাস দেন ঋতুপর্ণা। 

জানা যায়, বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় ছিল মঙ্গলবার (২৯ মার্চ) ভোর ৪ টা ৫৫ মিনিট। কিন্তু ঋতুপর্ণা পৌঁছান ৫ টা১০ মিনিটে। এরপরই ঋতুপর্ণাকে জানিয়ে দেওয়া হয়, অনেক আগেই বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এরপর ৪০ মিনিট সেখানকার দায়িত্বরতকর্মীদের অনুরোধ করেন ঋতুপর্ণা। এক পর্যায়ে কথা কাটাকাটিও হয় এবং কেঁদে ফেলেন এ অভিনেত্রী। কিন্তু বিমান থেকে প্রায় ৫০ পা দূরে থাকার পরও তাকে আর উঠতে দেওয়া হয়নি।

ঋতুপর্ণা স্ট্যাটাসে জানান, মঙ্গলবার আমেদাবাদে শুটিংয়ের শিডিউল দেওয়া ছিল। তিনি না গেলে প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি হবে। 

ঋতুপর্ণা প্রশ্ন করে লেখেন, প্রযোজককে কী জবাব দেব আমি? আমার কথার-ই বা কী দাম রইলো? একটা দিন আমার নষ্ট হলো, এর দায়টা কে নেবে? ক্ষতিপূরণ-ই বা কে দেবে?

বিমানসংস্থার এ ঘটনায় ঋতুপর্ণা বেশ বিরক্ত। তার দাবি, চাইলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক, কতক্ষণ দেরিতে পৌঁছেছেন। শুধু তাই নয়, এর পরিপ্রেক্ষিতে যাতে পদক্ষেপ নেয়া হয় সেজন্যও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো বিমান সংস্থার কাছেও দাবি জানান এ অভিনেত্রী।