• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বিশ্বের কোন কোন দেশে কয়টি রোবট কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে?

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

বিশ্বব্যাপী বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিকশিত রোবটের ব্যবহার। বর্তমান প্রবণতার ভিত্তিতে ধরে নেয়া যায়, নানা ধরনের রোবটের বাজার আগামী দশ বছরে সম্ভবত তিন গুণ বেড়ে যাবে। এর অর্থ, ভবিষ্যতে প্রায়ই আমাদের সঙ্গে রোবটের দেখা সাক্ষাৎ হবে। তবে মানুষ কতটা খুশিমনে অথবা বিরক্তির সঙ্গে রোবটের সঙ্গে ভাবের আদান-প্রদান করবে, তাৎসিয়া নোমুরা সেই বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি জাপানের রুকোকো বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি। এই গবেষণারআওতায় তিনি ও তার সহকর্মীরা ৭টি দেশের মানুষের কাছে কিছু প্রশ্ন রেখেছিলেন। ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস, মেক্সিকো, চীন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই গবেষণা চালানো হয়।

তাতে জানা গেল, যে যুক্তরাষ্ট্রের মানুষ রোবটদের বিষয়ে সবচেয়ে অনুকূল প্রতিক্রিয়া দেখান। তারপরেই জাপান, নেদারল্যান্ডস, জার্মানি, চীন ও ব্রিটেনের স্থান। কিন্তু মেক্সিকোর মানুষ এ বিষয়ে অত্যন্ত নেতিবাতক প্রতিক্রিয়া দেখিয়েছেন। জাপানের মানুষ মূলত হিউম্যানয়েড রোবট বেশি পছন্দ করেন। এমনকি তাদের মধ্যে মানুষের বৈশিষ্ট্যও রয়েছে বলে তারা মনে করেন। বর্তমানে রোবট দিয়ে বেশি কাজ করাচ্ছেন জাপানিজরাই। এছাড়াও বিভিন্ন দেশ এ তালিকায় রয়েছে। জেনে নিন আরো কোন দেশুগুলো কত সংখ্যক রোবট দিয়ে কার্য সম্পন্ন করছে-

১০. স্পেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৪ টি রোবট কর্মচারী রয়েছে।

৯. যুক্তরাষ্ট্র
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৬ টি রোবট কাজ করে।

৮. বেলজিয়াম
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ৮৯ টি রোবট।

৭. ফিনল্যান্ড
এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৯৮ টি রোবট কাজ করে।

৬. ইতালি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১২৪ টি রোবট।

৫. সুইডেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১২৬ টি রোবট কাজ করে।

৪. জার্মানি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১৬৩ টি রোবট।

৩. দক্ষিণ কোরিয়া
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৪ টি রোবট কাজ করে।

২. সিঙ্গাপুর
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৯ টি রোবট কাজ করে।

১. জাপান
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ২৯৫ টি রোবট কাজ করে।