• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি । দুর্ঘটনার পরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 


আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানা যায়, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়। আপাতত নিজের বাসায় বিশ্রামে আছেন ৪০ বছর বয়সী এ কোচ।

মায়োর্কার ব্যালেরিক দ্বীপে বাই-সাইকেল নিয়ে বের হয়েছিলেন মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের কোচ। এ সময় একটি গাড়ি তার বাই-সাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।

শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেলে তাকে দ্রুতই মায়োর্কার সন এস্প্রেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষা-নিরিক্ষার পরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, খুব গুরুতর না হলেও স্কালোনির মুখ ও শরীরের অনেকটা জায়গা কেটে গেছে। কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, স্কালোনি টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘যত বার্তা আমি পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাত্র কয়েকটা সেলাই পড়েছে এবং আমি বাড়ি ফিরে এসেছি। সবাইকে ধন্যবাদ।