• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ছেলের সঙ্গে মাধ্যমিক পাস করলেন মা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০১৯  

আদু ভাই বারবার চেষ্টা করেও অষ্টম শ্রেণিতে প্রবেশাধিকার পাচ্ছিলেন না। শেষে বউয়ের হুমকির পর প্রাণপণ চেষ্টা করে প্রমোশন পেয়েছিলেন ছেলের সঙ্গে। কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা যান। অনেকটা এমন ঘটনাই ঘটেছে ভারতের ওড়িশায়। আদু ভাইয়ের মতই নিজের ছেলের সঙ্গে মাধ্যমিক পাস করেছেন বসন্তী মুদুলি নামে এক মা।  

সর্বশেষ ১৮ বছর আগে স্কুলে গেছিলেন। এরপর ঘর সংসারের কারণে আর স্কুলে যাওয়া হয়নি ৩৬ বছরের বসন্তীর মুদুলির। কিন্তু পড়াশোনার স্বপ্নটা ভুলে যাননি। তাইতো ছেলের বই নিয়ে, তার সঙ্গেই চালিয়েছেন পড়াশোনা।

অঙ্গনওয়ারিতে কাজ করছিলেন বসন্তী মুদুলি। কিন্তু খুব ভালো করেই জানতেন, পড়াশোনা ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়। তাই যেভাবেই হোক অন্ততপক্ষে মাধ্যমিক পাস করার ভূত মাথায় চেপে বসে। সেই থেকেই শুরু। ছেলের বই নিয়ে, তার সঙ্গেই চলছিল জোরকদমে পড়াশোনা। আর তার ফলাফল, হাসতে হাসতে পাস করলেন মা ছেলে।

পাস করে খুশিতে আত্মহারা বসন্তী বলেন, একটা বিষয় বুঝেছিলাম যে মাধ্যমিক পাস ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়।