• বুধবার ১৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৪ ১৪৩১

  • || ১১ জ্বিলহজ্জ ১৪৪৫

লটারিতে ২৭ কোটি টাকা জিতলেন ফায়াজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

দুবাইয়ের ‘বিগ টিকেট’ লটারিতে জিতে রাতারাতি ২৭ কোটি টাকার মালিক হয়েছেন ভারতীয় যুবক ফায়াজ। অনলাইনে কেনা টিকিটের লটারি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এতে তিনি প্রথম পুরস্কার (১২ মিলিয়ন দুবাই দিরহাম) জিতেছেন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ শুক্রবার (৩ অক্টোবর) ও শনিবার তাকে নিয়ে দু’টি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়েছে, ফায়াজ ইতিপূর্বে অন্তত পাঁচবার এই টিকিটি কিনেছেন। তবে ইতিপূর্বে তিনি কখনোই জিততে পারেননি। ষষ্টবার তিনি বিজয়ী হয়েছেন। তার টিকিট নম্বর ছিল ০৫৯০৭০।

গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ ছিল টিকিট বিক্রির শেষ দিন। শেষ দিনেই টিকিটটি কিনেছিলেন ফায়াজ।