• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মুখোশের বয়স ৯ হাজার বছর!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

ইসরায়েলে সম্প্রতি নয় হাজার বছর পুরনো একটি মুখোশ উদ্ধার করা হয়েছে। তবে সেটি দেখলে মনে হবে, কদিন আগে হয়তো কেউ বানিয়েছে। বিশ্বে এত পুরনো মুখোশ রয়েছে মাত্র ১৫টি। তাই গত সপ্তাহে ইসরায়েলের অ্যান্টিকস কর্তৃপক্ষ (আইএএ) জনসম্মুখে মুখোশটি প্রকাশ করার পর বেশ আলোচনা চলছে। খবর : বিবিসি।

মুখোশটি ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে হেবরনে পাওয়া যায়। এ বছরের শুরুতে চোরদের কাছ থেকে এটিকে উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে দেশটির গণমাধ্যমগুলো বিস্তারিত কিছু জানায়নি। গোলাপি ও হলুদ বেলেপাথরে তৈরি এ মুখোশটির গালের হাড়ের গঠন বেশ স্পষ্ট। নাকের আকৃতি খাড়া ধরনের। এটি নব্যপ্রস্তর যুগের তৈরি মুখোশ বলেই প্রত্নতাত্ত্বিকদের ধারণা।

আইএএর প্রত্নতত্ত্ববিদ রনিত লুপু জানান, মুখোশটি প্রাকৃতিকভাবে তৈরি। তার ধারণা, এটি ধর্মীয় উপাসনার কাজে ব্যবহার করা হতো। মুখোশটির শেষ প্রান্তে গর্ত দেখে অনুমান করা হচ্ছে এটি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। ১৫টি প্রাচীন মুখোশের মধ্যে ১৩টিই ব্যক্তিগত সংগ্রহে থাকায় এ বিষয়ে গবেষণা করা কঠিন হয়ে পড়েছে প্রত্নতাত্ত্বিকদের কাছে।