• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

নিজেদের তৈরি সর্বাধুনিক প্রশিক্ষণ জেট বিমান উদ্বোধন করল ইরান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

নিজেদের প্রযুক্তিতে তৈরি সর্বাধুনিক প্রশিক্ষণ জেট বিমানের উদ্বোধন করেছে ইরান। 

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি এটির উদ্বোধন করেন। বিমানটির নাম দেয়া হয়েছে 'ইয়াসিন'।

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের নুজেহ বিমান ঘাঁটিতে বিমানটির উদ্বোধন শেষে হাতামি বলেন, আমরা যে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করতে সক্ষম হয়েছি তার প্রমাণ হলো এই 'ইয়াসিন'।

ইরানের সামরিক সূত্র জানিয়েছে, ইরানের ইয়াসিন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির বিমান। এর দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাড়ে পাঁচ টন। এটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে।

হাতামি জানান, ইরানি বিজ্ঞানীরাই পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে এর নির্মাণ পর্যন্ত সব কাজ সম্পন্ন করেছে এবং বিদেশিদের কোনো সহযোগিতা নেয়নি। সূত্র: পার্স টুডে