• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কোলে নিয়ে নাচছে হিজড়া, অতঃপর শিশুর মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

যমজ ছেলে সন্তানের খবর পেয়ে একদল হিজড়া বাড়িতে হানা দেয় এবং ১২ হাজার টাকা বকশিশ দাবি করে। দর কষাকষির পর হিজড়ারা একটি শিশুকে কোলে নিয়ে নাচতে শুরু করে। নাচের মধ্যে হঠাৎ শিশুটি মারা যায়। ঘটনাটি শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদায় ঘটেছে।

এ ঘটনায় মৃত শিশুর বাবা থানায় অভিযোগ দেয়ার পর তিন হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, শিলদার বাসিন্দা গাড়িচালক চন্দন খিলারের স্ত্রী তনিমা ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে যমজ ছেলে সন্তান জন্ম দেন। বড় ছেলের নাম রাখা হয় সুমন, ছোটটির নাম শোভন। তবে জন্মের পরই সুমনের হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে।

চন্দনের অভিযোগ, ওই তিন হিজড়া এমন অশালীন আচরণ করছিলেন যে বাধ্য হয়ে টাকা দিতে রাজি হই। দুই হাজার টাকা নগদ দিয়ে বাকি টাকা পরে দিব বলেছিলাম।

চন্দন বলেন, সুমনকে কোলে নিয়ে একজন হিজড়া এক পাক ঘুরতেই ওর শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটিতে আনা হয়। তবু আমার ছেলেটিকে বাঁচানো গেল না।