• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

টয়লেটে যাওয়ার সময় নেই, তাই ডায়াপার পরেই চলছে চিকিৎসা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

রীতিমত যুদ্ধ করছেন চীনের চিকিৎসকরা। করোনাভাইরাসের তাণ্ডবে হাসপাতালগুলোতে চিকিৎসকরা দম ফেলারও সময়ও যেন পাচ্ছেন না।এতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন যে, চিকিৎসকরা টয়লেটে যাওয়ারও সময় পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্ক চিকিৎসকরা ডায়াপার পরেই চিকিৎসা সেবা দিচ্ছেন। 

এদিকে সামাজিক মাধ্যমে এক চীনা চিকিৎসক বলেন, আমরা জানি যে আমাদের এই সুরক্ষিত পোশাকটিই হয়েতো আমাদের কাছে সর্বশেষ। আমরা কোনো কিছুই নষ্ট করতে চাচ্ছি না।

উহানের একটি হাসপাতালের এক নার্সের দাবি, সেখানে এরইমধ্যেই প্রায় এক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাস্ক পরে হাসপাতালে রোগীদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তিনি।

এমন এক সময় এই ভাইরাসটি দেখা দিল যখন চীন নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। নববর্ষের ছুটিতে চীনের কোটি কোটি মানুষ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরতে যায়। সারাদেশেই উৎসবের পরিস্থিতি বিরাজ করে। এমন অবস্থায় এই ভাইরাস আরো বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সে কারণে নববর্ষের অনেক অনুষ্ঠান বাতিল করে দেয়া হয়েছে। এমনকি রোববার থেকেই উহানে প্রাইভেট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কায় এই শহরের বাসিন্দাদের অন্য কোথাও চলে যাওয়া কিংবা শহরে কাউকে আসতেও দেয়া হচ্ছে না।