• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বিশ্বের অস্ত্র উৎপাদনে এখন যুক্তরাষ্ট্রের পরেই চীন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ এখন চীন। রাশিয়াকে টপকে দেশটির অবস্থান এখন যুক্তরাষ্ট্রের ঠিক পরে। সোমবার সংঘাত ও সশস্ত্রীকরণসংক্রান্ত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরই) এর সবশেষ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এর আগে বেইজিংয়ের অস্ত্রের ব্যাপারে সঠিক তথ্য না থাকায় চীনকে তাদের অস্ত্রের আন্তর্জাতিক বাজার তালিকা থেকে বাদ দিয়েছিল ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের চারটি বড় অস্ত্র তৈরি কোম্পানির বিশ্বাসযোগ্য কিছু অর্থনৈতিক তথ্য পেয়েছে এসআইপিআরআই। এতে ২০১৫ হতে ২০১৭ সাল পর্যন্ত চীনের কোম্পানিগুলোর অস্ত্র উৎপাদনের অধিকাংশ তুলনামূলক চিত্রই তুলে ধরা হয়েছে। 

এসআইপিআরই ২০১৭ সালের সংশোধিত রিপোর্টে বলেছে, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি ৫,৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে ৩,৭৭০ কোটি ডলারের অস্ত্র। এবছর বিশ্বের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে তার ভেতরে চীনা কোম্পানি ছিল তিনটি। ওই বছর বিশ্বের বড় দশটি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল। এরপর প্রতিষ্ঠানটি বলেছে, কোম্পানিগুলোর তথ্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে এখন সঠিকভাবে চীনের অস্ত্রশিল্পের নির্ভরযোগ্য মানদণ্ড নির্ধারণ করা সম্ভব।

স্টকহোমভিত্তিক সংস্থাটি ২০১৭ সালের রিপোর্টে বলেছে, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি ৫,৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে ৩,৭৭০ কোটি ডলারের অস্ত্র। এ বছর বিশ্বের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে তার ভিতরে চীনা কোম্পানি ছিল তিনটি। ওই বছর বিশ্বের বড় দশটি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল।