• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

কাতারে রাজনৈতিক অফিস প্রধানের নাম ঘোষণা তালেবানের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

কাতারের রাজনৈতিক অফিস প্রধান হিসেবে এক সহ-প্রতিষ্ঠাতার নাম ঘোষণা করেছে আফগান তালেবান। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে বৈঠক করছেন তালেবানের শীর্ষ নেতারা।

আফগানিস্তানের ১৭ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটাতে শান্তি আলোচনায় অগ্রগতির জন্যই কাতারে তালেবান প্রধান হিসেবে আবদুল গনি বারাদারের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো মার্কিন বিশেষ প্রতিনিধি জালমেই খলিলজাদের সঙ্গে বৈঠক করেছেন তালেবান প্রতিনিধিরা। দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকেই আবদুল গনির নাম ঘোষণা করা হয়।

এক বিবৃতিতে তালেবানের তরফ থেকে জানানো হয়েছে, তাদের দলে রদবদল ঘটানো হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ছায়া গভর্নরও এর অন্তর্ভূক্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রক্রিয়া আরও শক্তিশালী এবং সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্যই এই রদবদল।

তবে কাতারের রাজধানী দোহায় শুক্রবারও তালেবান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে কিনা বা আবদুল গনি তাদের সঙ্গে যোগ দেবেন কিনা তা এখনও পরিস্কার নয়।

তালেবানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আবদুল গনি বারাদার খুব দ্রুত কাতারে পৌঁছাবেন। তাকে নতুন একটি পদে নিয়োগ দেয়া হয়েছে কারণ, যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্বস্থানীয়দের অংশগ্রহণ চাচ্ছিল।