• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ইতালির পালেরমোতে নেক মানির প্রশিক্ষণ কর্মশালা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

ইতালির পালেরমো হরে নেক মানির এজেন্টদের নিয়ে দিনব্যাপী এএমএল/সিএফটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুুয়ারি) স্থানীয় একটি হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন নেক মানির চেয়ারম্যান হাজী মো. ইকরাম ফরাজী। মার্কেটিং ম্যানেজার মো. রফিকুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড এমএলআরও মো. ইফতেখার উদ্দিন খান।

কর্মশালায় নেক মানির চেয়ারম্যান ইকরাম ফরাজী ইতালি সরকারের নিয়ম মেনে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আহ্বান জানান।

nec

তিনি বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নের গর্বিত অংশীদার হউন। তবে অবশ্যই টাকা পাঠাতে গিয়ে কোনো ভুল করা যাবে না। সবকিছু দেখে বুঝে টাকা পাঠাতে হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মতিন ব্যাপারী, কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা সেলিম, পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দার মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, যুবলীগের আহ্বায়ক এম এ হালিম, কাতানিয়া যুবলীগ নেতা খান আব্দুস সালাম প্রমুখ।