• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ত্বকের যত্নে টমেটোর ফেসপ্যাক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০১৯  

টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে অনন্য। এছাড়া এতে থাকা বিভিন্ন ভিটামিন ত্বকের বলিরেখা দূর করার পাশাপাশি দূর করে ত্বকের রোদে পোড়া দাগ। ত্বক উজ্জ্বল করতেও জুড়ি নেই টমেটোর।

টমেটো

  • অর্ধেকটি টমেটো চটকে ১ চা চামচ জোজোবা অয়েল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। প্রথমে কুসুম গরম পানির ঝাপটায় ত্বক ধুয়ে তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ব্রণ দূর হবে।
  • ২ টেবিল চামচ টমেটোর সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখলে দূর হবে কালচে দাগ।
  • ব্ল্যাকহেডস দূর করতে ২ টেবিল চামচ টমেটোর সঙ্গে ১ টেবিল চামচ ওট এবং ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে নিন। ঠাণ্ডা হলে ত্বকে ঘষে ঘষে লাগান। শুকিয়ে গেলে হাত ভিজিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।
  • ১ চা চামচ টমেটোর রসের সঙ্গে কয়েক ফোঁটা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। চোখের নিচের কালি দূর হবে।
  • শুষ্ক ত্বকের জন্য ১টি টমেটো চটকে নিন। ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ১ চা চামচ টমেটোর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের কালচে দাগ দূর করবে এই ফেসপ্যাক।  
  • ত্বকে উজ্জ্বলতা আনতে ১টি টমেটো চটকে ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া মিশিয়ে নিন। ১ চিমটি হলুদ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।