• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে ব্যবসায়ীকে মারধর করে দোকান ভাংচুর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

মানিকগঞ্জের সিংগাইরে মোঃ চমর আলী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীর দোকান ভাংচুরসহ তাকে মারধর করা হয়েছে। সেই সাথে দোকানের মালামাল ও নগদ অর্থ লুটপাট করা হয়েছে। শনিবার (৫ ফেব্রয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ডে জালাল উদ্দিন মার্কেটে এ ঘটনা ঘটে।  রবিবার (৬ ফেব্রয়ারি) আহত ব্যবসায়ীর স্ত্রী শিউলী আক্তার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ , তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বাজারের মুদি ব্যবসায়ী চমর আলীর দোকানে স্থানীয় মৃত সাধু মাতবরের পুত্র জিন্না ও ইকবালের নেতৃত্বে সামসুল ,রিপন, শিপন , মাসুদ , কাজল ও সোহেলসহ অজ্ঞাত ৭-৮ জন হামলা করে। এ সময় চমরকে  কুপিয়ে আহত করে তারা। সেই সাথে দোকানের কফির মেকার মেশিন ভাংচুর করে। লুটে নেয় ২৫ হাজার টাকার মালামালসহ নগদ ২০ হাজার টাকা। আহত ব্যবসায়ী চমর আলীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে পরিবারের দাবী।

 এদিকে, অভিযুক্ত জিন্না ব্যবসায়ী চমর আলীকে মারধর  ও তার দোকান ভাংচুর এবং লুটপাটের কথা অস্বীকার করেন। এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোঃ আবু হানিফ বলেন, লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।