• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে দুটি নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২  

মানিকগঞ্জের সিংগাইরের জামশা ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের লক্ষ্যে একটি মুক্তমঞ্চ নির্মাণ এবং সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে ক্রিকেট পিচ তৈরির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। নির্মাণকাজ উদ্বোধনকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ বঙ্গবন্ধুর জীবনী থেকে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং জনগণকে বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ করা সকলের দ্বায়িত্ব। আমরা এ মুক্তমঞ্চ নির্মাণের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিগুলো তুলে ধরতে পারবো বলে মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা চেয়ারম্যান আলহাজ মুশফিকুর রহমান হান্নান, সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, জামশা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মোল্লা প্রমুখ।