• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জ হাসপাতাল: উদ্বোধন হলেও চালু হয়নি কিডনি ডায়ালাইসিস ইউনিট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২  

কিডনির জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করা হয় চলতি বছরের ১৫ জানুয়ারি। তবে উদ্বোধনের সাত মাস পেরিয়ে গেলেও জনবল নিয়োগ না দেওয়ায় চিকিৎসা কার্যক্রম শুরু করা যায়নি সেখানে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার অসংখ্য কিডনি রোগী। অনেক রোগীকে অতিরিক্ত টাকা খরচ করে ঢাকায় গিয়ে ডায়ালাইসিস করতে হচ্ছে।

শনিবার (১৩ আগস্ট) নবজাতক শিশুদের চিকিৎসায় স্ক্যানু ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান বাড়ায় জনবলের প্রয়োজনীয়তাও বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্দেশনা দিয়েছেন নতুন জনবল-কাঠামো তৈরি করে জনবল নিয়োগ দেওয়ার জন্য। করোনার মধ্যে ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।


মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গেছে, কোনো কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে শরীর থেকে বর্জ্য বের করে দেওয়াকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ডায়ালাইসিস। যে কৃত্রিম ছাঁকনি দিয়ে এ ছাঁকন প্রক্রিয়া করা হয় তাকে ডায়ালাইজার বলা হয়।

জেলায় কিডনির জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে জেলা সদরের হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হয়। গত ১৫ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডায়ালাইসিস ইউনিটটি উদ্বোধন করেন। 

মানিকগঞ্জ জেলা সদরের এই হাসপাতালে চারটি ডায়ালাইজার যন্ত্রসহ একটি পূর্ণাঙ্গ ডায়ালাইসিস ইউনিটে রয়েছে। তবে জনবল নিয়োগ না হওয়ায় কিডনি রোগীদের চিকিৎসা সেবার এই গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যক্রম এখনো শুরু হয়নি।