• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সভায় উপস্থিত অন্তত ৭ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মে ২০১৯  

কর্নেল অলির অশোভন বক্তব্য নিয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হওয়া ক্ষোভের রেশ কমছেই না। সম্প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি নেতাদের তিনি ছাগল বলে মন্তব্য করেছেন। যা বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

সূত্র বলছে, ওই অনুষ্ঠানে বিএনপির অনেক বেশকিছু নেতা উপস্থিত থাকার পরেও এ নিয়ে কোনো প্রতিবাদ করেননি। ফলে সেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দলীয় ফোরামে আলোচনা হয়েছে। তবে কী ধরণের শাস্তি প্রদান করা হবে সে বিষয়ে কোনো কিছুই আলোচনা হয়নি।

জানা গেছে, নেতাদের মধ্যে মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শওকত মাহমুদ, আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নিলোফার চৌধুরী মনিসহ অনেকেই ছিলো। তারা কর্নেল অলির অশালীন বক্তব্য নিয়েও কোনো প্রতিক্রিয়াও জানায়নি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি বুঝতে পারছি না- কোন ক্ষোভের কারণে এমন আজেবাজে বকছেন কর্নেল অলি। ২০ দলীয় জোটের একটি ছোট্ট শরিক দল হয়ে বিএনপি নেতাদের নামে এরকম বাজে মন্তব্য করার সাহসই বা কে দিচ্ছে তাকে? দলের ভেতরে ও বাইরে এমনকি রাজনৈতিক মাঠে বিএনপি নেতাদের নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে, বলে আমি জেনেছি- ওই সভায় বিএনপির বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন। কিন্তু অলির এমন মন্তব্যে তারা কোনো প্রতিবাদও করেননি। যার কারণে দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা হবে। ওইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, এ অপরাধের কারণে কর্নেল অলিকে জোট থেকে এবং নেতাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে পারে। তবে সিদ্ধান্ত জানা যাবে শিগগিরি জোটের বৈঠক ও দলীয় ফোরামের বৈঠকে।