• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ফখরুলকে চশমা লাগতে বললেন কাদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯  

সরকারের এতো উন্নয়ন সত্ত্বেও তা দেখতে না পাওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাওয়ারের চশমা পড়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের, মামলার রায় বিএনপির বিরুদ্ধে গেলে তা বানোয়াট বলে, সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনা বিএনপির গতানুগতিক পর্যবেক্ষণ। সরকারের ঘাড়ে দোষ চাপানো তাদের পুরনো অভ্যাস। 

বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাতকে কুপিয়ে হত্যা মামলার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না। হাইকোর্ট মন্তব্য করতে পারে। কিন্তু এনকাউন্টার আর ক্রসফায়ার এক বিষয় নয়।

গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিএনপি প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি করার কতগুলো যোক্তিক কারণ আছে। তারপরও সরকারের উচ্চ পর্যায় আলোচনায় হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য এস এম কামাল, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।