• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

এরশাদ যান্ত্রিক সাপোর্ট ছাড়া শঙ্কামুক্ত নন: কাদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও যান্ত্রিক সাপোর্ট ছাড়া শঙ্কামুক্ত নন হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

কাদের জানান, রোববার বেলা ১১টায় এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন। তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে।

তিনি বলেন, মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমাচ্ছেন। ডাক্তার আমাকে বলেছেন, এরশাদ এখনো শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।

জিএম কাদের আরো বলেন, লাইফ সাপোর্ট বহাল রয়েছে, যতক্ষণ পর্যন্ত ওনার স্বাভাবিক ক্রিয়ার উন্নতি না হয়। সকালে যখন দেখেছি তখন হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে ওনার ডায়ালাইসিস চলছিল। এই মেশিনটি সম্ভবত বাংলাদেশে শুধু সিএমএইচ হাসপাতালেই রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন প্রমুখ।

এর আগে সকালে পার্টির বনানী অফিসে এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।