• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

প্রতিপক্ষ শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত: তাপস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পাঁচটি রূপরেখা দিয়ে জনগণের কাছে ভোট চাইতে আমরা দ্বারে-দ্বারে যাচ্ছি। কিন্তু প্রতিপক্ষ শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত রয়েছে। 

শনিবার বাবুবাজার সেতুর  নিচ থেকে নির্বাচনী প্রচার শুরু করার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তাপস আরো বলেন, নেতাকর্মীসহ ঢাকাবাসীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে স্বত:স্ফূর্ত সাড়া পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, প্রতিপক্ষ শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত। ঢাকাবাসীর জন্য তাদের কোনো উন্নয়নের রূপরেখা নেই।  ঢাকাবাসীর জীনবযাত্রার উন্নয়নে কোনো কার্যক্রম নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। আর আমরা ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে ব্যস্ত, গণসংযোগ নিয়ে ব্যস্ত। 

তাপস বলেন, আমরা উন্নয়নের যে রূপরেখা প্রকাশ করেছি সেটা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বর বিস্তারিত নির্বাচনী ইশতেহার ঢাকাবাসীর জন্য প্রকাশ করতে পারবো।  

তাপস বলেন, আমি বিশ্বাস করি ঢাকাবাসী নৌকায় তাদের রায় দিয়ে আমাকে সেবক হিসেবে নির্বাচিত করবেন।   

প্রচার ও গণসংযোগ কার্যক্রম প্রসঙ্গে ঢাকা-১০ আসনের সাবেক এমপি বলেন,কোতোয়ালি থানাধীন ৩২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচার শুরু করে ৩৫,  ৩৬, ৩৭ নম্বর ওয়ার্ডে কার্যক্রম চালানো হবে। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে প্রচার কার্যক্রমে অংশ নেবেন। যাতে রাস্তায় কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়।