• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ড. কামালের পর এবার তারেক রহমানকে সরে যাবার পরামর্শ দিলেন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

২০১৮ সালের ১৭ই নভেম্বর গণফোরামের মতিঝিলের চেম্বারে মির্জা ফখরুলকে ড. কামাল হোসেন বলেছিলেন, তারেক রহমান যদি বিএনপির ‘চেয়ারম্যান’ পদ থেকে সরে যায় তবে নির্বাচন জয়ী হবার সম্ভাবনা বেড়ে যাবে। সে সময় মির্জা ফখরুল ড. কামালের সে কথাটি গণমাধ্যমে প্রকাশ না করলেও ডা. জাফরুল্লাহ চৌধুরী এবার প্রকাশ্যে তারেক রহমানকে দল থেকে সরে যাবার পরামর্শ দিয়েছেন।

মূলত, বিএনপিকে পুনরুজ্জীবিত করতে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে ২ বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মত প্রকাশ করেন।

ডা. জাফরুল্লাহ আরো বলেন, বিলেতে থেকে দৈনন্দিন নির্দেশনা দেওয়া, আর মাঠে থেকে রাজনীতি করা ভিন্ন দুটি বিষয়। আমি তো মনে করি তারেক রহমানের ২ বছরের জন্য অব্যাহতি নেয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার ডিগ্রি করুন। তাহলে উনি দায়িত্ব নিতে পারবেন। পাশাপাশি নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার মতে, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না।’

ডা. জাফরুল্লাহর এমন বক্তব্য এবারই প্রথম নয়, এর আগে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ বিএনপিকে কান্নাকাটি করা বন্ধ করে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার পরামর্শ দেন।

এদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কথার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শুধুমাত্র ঐক্যফ্রন্টে ভালো একটি পদ পেতে, আর বিএনপিকে ভেঙে নতুন দল গঠনের পাঁয়তারায় এমন বক্তব্য দিচ্ছেন ডা. জাফরুল্লাহ। এসব বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য। এর সঙ্গে দলের কোন সম্পৃক্ততা নেই।