• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ মে ২০১৯  

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউপিতে মঙ্গলবার সন্ধ্যায় আমেনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার চরবাটা ইউপির পশ্চিম চরমজিদ গ্রামের লিটনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমেনা বেগম দক্ষিণ চরমজিদ গ্রামের রবিউল হকের মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক। 

নিহতের তিন বছরের শিশু কন্যা মেঘলা বলছে তার বাবা শেখ ফরিদ তার মা আমেনাকে মেরেছে। এর বেশি কিছু বলতে পারছে না সে।

বিকেলে আছরের নামাজের পর আমেনাকে রান্না ঘরে রান্না করতে দেখেছে বাড়ির লোকজন। পাঁচটার দিকে তাদের ঘর থেকে মেয়ে মেঘলার কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন ভেতরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় আমেনাকে দেখতে পায়।   

নিহতের ভাই আবুল বাসার জানান, ২০১৫ সালে পশ্চিম চরমজিদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে শেখ ফরিদের সঙ্গে আমেনার বিয়ে দেয়া হয়। এরপর থেকে ফরিদ যৌতুকের জন্য আমেনাকে মারধর করতো। পরে নিরুপায় হয়ে যৌতুকের টাকা বাবদ ফরিদকে একটি সিএনজি নিয়ে দেন তারা। কিন্তু গত কয়েকদিন ধরে টাকার জন্য পুনরায় আমেনাকে মারধর করতে থাকে ফরিদ। বিষয়টি আমেনা তাদের জানিয়ে ছিল।

তিনি অভিযোগ করে বলেন, বিকেলে আমেনা যখন রান্না করছিল তখন ফরিদ বাড়িতে আসে এবং রান্না ঘর থেকে বসতঘরে নিয়ে আমেনাকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য আমেনার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায় ফরিদ।   

চরজব্বার থানার ওসি মো. শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।