• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মহামারি করোনায় মৃত্যু ১৮ হাজার ছাড়ালো

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

মহামারি করোনাভাইরাসের তীব্রতা চীনে কমলেও গোটা বিশ্বেই সংক্রমণ বেড়েছে। প্রতিদিনই দ্রুত গতিতে আক্রান্ত দেশ, অঞ্চল ও মানুষের সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার ১৯৬টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ১১ হাজার ১৪২ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৫ জনে।

ওয়াল্ড মিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। এই সময়ে দেশটিতে ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৫ জন। 

তবে প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনের মৃত্যু হয়েছে।  

আর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৫৪০ জন। আর মারা গেছেন ৫১৪ জন।

এছাড়া ইরানে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।