• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

পরিবর্তন আসছে ফেসবুক গেমে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

ফেসবুকের ইনস্ট্যান্ট গেম ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতদিন ম্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত ছিল এসব গেম। এবার সেগুলো মূল অ্যাপে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

ফেসবুকের মূল অ্যাপে একটি গেম ট্যাব রয়েছে, সেখানেই ইনস্ট্যান্ট গেমগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এই পরিবর্তন প্রক্রিয়ায় সামাজিক মাধ্যমটি তার ডেভেলপার এবং প্লেয়ারদের খুব ‘স্বাস্থ্যকর’ একটা প্লাটফর্ম উপহার দেবে বলে জানিয়েছে।

ফেসবুকের গেম পার্টনারের গ্লোবাল ডিরেক্টর লিও ওলেবি জানান, ইনস্ট্যান্ট গেমিং-এর দারুণ অভিজ্ঞতা দিতে নজর দেয়া হয়েছে। ম্যাসেঞ্জার খুব হালকা অবস্থায় থাকলে ব্যবহারকারীরা ভালো অভিজ্ঞতা পান। আর যেহেতু ম্যাসেঞ্জার অনেক সময় খুব দ্রুত পরিবর্তন হয়, তাই ইনস্ট্যান্ট গেমগুলো ফেসবুকের মূল অ্যাপে আনা হচ্ছে।

ফেসবুক ম্যাসেঞ্জারে ইনস্ট্যান্ট গেম হিসেবে ২০১৬ সালে প্যাক-ম্যান এবং ওয়ার্ডস উইদ ফ্রেন্ডস ফ্র্যাঞ্জির পরিচয় করে দেয়। এসব গেমকে আরো জনপ্রিয় করে তুলতে ফেসবুকের নানা উদ্যোগ রয়েছে বলে জানান লিও ওলেবি।