• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মহাকাশে কাঠের চেয়ারের চেয়েও হালকা উপগ্রহ পাঠাল ভারত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

কাঠের চেয়ারের চেয়েও হালকা একটা উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) অত্যন্ত শক্তিশালী রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’ বা পিএসএলভি-সি-৪৪ বৃহস্পতিবার মহাকাশের উদ্দেশে পাড়ি জমায়।

বেসরকারি সংস্থা ‘স্পেস কিডজ’-এর ছাত্ররা বানিয়েছেন বিশ্বের সবচেয়ে হালকা এই উপগ্রহ। মাত্র দেড় কিলোগ্রাম ওজনের সেই উপগ্রহটির নাম রাখা হয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে ‘কালামস্যাট’।

ভারতীয় দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে, পিএসএলভি রকেট একই সঙ্গে কক্ষপথে পৌঁছে দেবে সেনাবাহিনীর গবেষণার জন্য প্রয়োজনীয় আরও একটি উপগ্রহকে। যার নাম- ‘মাইক্রোস্যাট-আর’। ওজন ৭৪০ কিলোগ্রাম।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ন মহাকাশ কেন্দ্র থেকে এই দুটি উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দিতে ইসরোর পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হয় বৃহস্পতিবার রাত পৌনে ১২টা নাগাদ।