• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মোটর স্পোর্টসে প্রথম বাংলাদেশি অভিকের কীর্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

শুধু ক্রিকেট কিংবা ফুটবলে নয়- বাংলাদেশ এখন খেলাধুলার আন্তর্জাতিক সব মাধ্যমেই একটু একটু করে পদচারণা শুরু করেছে, সাফল্যও পাচ্ছে। গলফে সিদ্দিকুর রহমান, আর্চারিতে রোমান সানাদের পদাঙ্ক অনুসরণ করে এবার আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্ট চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের ছেলে অভিক আনোয়ার। 

মোটর স্পোর্টস বাংলাদেশে তেমন জনপ্রিয় নয়। হাতে গোণা কয়েকজন মাত্র এই খেলা টিভি পর্দায় দেখে, অংশগ্রহণ তো পরের কথা। সেখানে বাংলাদেশের অভিক দেশের জন্য বয়ে আনলেন সুনাম, হলেন চ্যাম্পিয়ন। 

দেশের বাইরে জনপ্রিয় এই খেলাটি ব্যয়বহুল বিধায় বাংলাদেশে এই খেলার প্রচলন নেই বললেই চলে। দেশে কার রেসিংয়ে প্রশিক্ষণ ট্র্যাক বা দক্ষ প্রশিক্ষকও নেই। তবুও তরুণ প্রজন্মের কেউ কেউ এগিয়ে এসেছেন এই মাধ্যমে। তাদের মাঝে অভিক আনোয়ার অন্যতম।

অভিক বাংলাদেশের ‘র‍্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ’-এ তিনবার বিজয়ী হয়েছেন। এবার নাম লেখান ভারতে অনুষ্ঠিত  আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্ট ‘দ্য ভক্সওয়াগন অ্যামিও কাপ’-এ। যা ভিডব্লিউ ভেন্টো কাপ নামেও পরিচিত। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিজয়ী হলেন বাংলাদেশী এই কার রেসার। আন্তর্জাতিক এই মোটর স্পোর্টস ইভেন্টে অভিকের সঙ্গী ছিলেন আরেক বাংলাদেশি আফফান সাদাত সাফওয়ান।