• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

২০২৩ বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

ভারতের বিপক্ষে আইসিসি সতর্কবার্তা জারি করেছিল আগেই। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পাওনা ২৩ মিলিয়ন বা ১৬০ কোটি টাকা দিতে না পারলে ২০২৩ বিশ্বকাপের আয়োজক হওয়া থেকে বঞ্চিত হবে ভারত। তবে ভারত শেষ পর্যন্ত আইসিসির পাওনা টাকা পরিশোধ করতে না পারলে আয়োজক হওয়ার সুযোগ লুফে নেবে বাংলাদেশ। এমনটাই জানালেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

আইসিসির রাজস্ব পাওনা অর্থ পরিশোধ না করলে ভারত ২০২৩ বিশ্বকাপের আয়োজক নাও হতে পারে। অন্যদিকে, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক টুর্নামেন্টের সফল আয়োজক হিসেবে দৃষ্টান্ত দেখিয়েছে। আইসিসি-র এফটিপি অনুযায়ী ২০২৩ পর্যন্ত বাংলাদেশে নেই আইসিসি-র কোনো মেগা ইভেন্ট। তাই স্বাভাবিকভাবে বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ।

শেষ পর্যন্ত যদি ভারত আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে ব্যর্থ হয়, তবে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত আছে বাংলাদেশ, তেমনটাই জানিয়েছেন দুর্জয়।