• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

নিয়মভঙ্গে বিশ্বকাপ থেকে আফতাবের বিদায়!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

বিশ্বকাপের পূর্বে আফগানরা বেশ হুঙ্কার দিলেও। বিশ্বকাপে মিইয়ে গেছে তারা। সেমির আশা শেষ। তারপও সৃষ্টি করছে একেরপর এক আলোচনা। দলের নিয়মভঙ্গের কারণ দেখিয়ে বিশ্বকাপের মাঝপথেই পেসার আফতাব আলমকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিষয়টা নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সৈয়দ আহমেদ শিরজাদ।

বিশ্বকাপটি আফগানদের জন্য এক অসহনীয় সময় উপহার দিয়েছে। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই বিতর্কিত আফগান ক্রিকেটাররা। মাঠের পারফরম্যান্স খুব বেশিই খারাপ। বিশ্বকাপের সাত ম্যাচে হেরেছে সব ক’টিতেই। আর মাঠের বাইরে জড়িয়েছে বেশ কিছু বিতর্কে।

বিশ্বকাপ চলাকালীন সময়ে ইনজুরিতে পড়েন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আর তাকে দেশে ফেরত পাঠানো সাথে ডেকে পাঠানো হয় ইকরাম আলিকে। কিন্তু দেশে ফিরে বোমা ফাটান শাহজাদ। দেশটির সংবাদকর্মীদের জানান, তিনি ম্যাচ খেলার জন্য পুরোপুরি সুস্থ থাকার পরেও তাকে বাদ দেয়া হয়েছে।

দেশে ফেরত পাঠানোর সেই তালিকায় যুক্ত হলেন আফগান পেসার আফতাব আলম। আফগান ক্রিকেট বোর্ড এক অফিসিয়াল বার্তায় জানায়, দলের নিয়ম ভঙ্গের কারণে তাকে বিশ্বকাপ শেষ না করে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং তার বদলি হিসেবে ডেকে পাঠানো হয়েছে শিরজাদকে। আইসিসি সৈয়দ আহমেদ শিরজাদকে ছাড়পত্র দিয়েছে।

নিজেদের শেষ দুই ম্যাচে আফগানরা মুখোমুখি হবে পাকিস্তান এবং উইন্ডিজের বিপক্ষে।