• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজও ভরসা সাকিব!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯  

বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনানুষ্ঠানিক বিদায় হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে হেরেই। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এই ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার আছে সামান্যই। তবুও জয় নিয়ে শেষটা রঙিন করতে চায় টাইগাররা। বরাবরের মতো এবারো ভরসা সেই সাকিবই।

ম্যাচের পর ম্যাচ দলকে টেনে তোলার কাজ করেছেন সাকিব। এই কাজ করতে করতে নিজেকেই নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, গড়েছেন একের পর এক বিশ্ব ও বিশ্বকাপ রেকর্ড। ব্যাট হাতে এরই মধ্যে ৫৪২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, এক নম্বরে থাকা রোহিত শর্মার চেয়ে মাত্র ২ রানে পিছিয়ে আছেন। 

পাকিস্তানের বিপক্ষে সাকিবের রেকর্ড বরাবরই ভালো। স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটানোর পরও ক্যারিয়ার গড় যেখানে ৩৭.৭০, সেখানে পাকিস্তানের বিপক্ষে ১৫ ইনিংসে গড় ৪০.৭৫, রান ৪৮৯। আছে একটি সেঞ্চুরি এবং তিনটি ফিফটি। সাফল্যের সেই ধারা এবং বিশ্বকাপ ফর্ম ধরে রাখলে আজ লর্ডসেও দেখা যেতে পারে দারুণ কিছু। বল-ব্যাট হাতে আজও সাকিবই হয়তো হবেন বাংলাদেশের ত্রাণকর্তা।