• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ফাইনালের মহারণে মাঠে নামল কিউই-ইংলিশরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের কাউন্টডাউন শুরু। আর মাত্র কিছুক্ষণ। প্রায় দেড় মাস ব্যাপী ১০ দলের লড়াই শেষে টুর্নামেন্টে এখন আছে দুই দল। স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ভেতরের ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট আসরের। ফাইনালের মহারণ শুরুর আগে টস পর্ব। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ক্যান উইলিয়ামস । 

ইংল্যান্ডের ফাইনালে ওঠার পেছনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে দলীয় পারফরমেন্স। ব্যাট হাতে বিভিন্ন ম্যাচে পারফর্ম করেছেন অনেকেই। তবে বিশেষভাবে চোখ রাখতে হবে ক্যাপ্টেন ইয়ন মরগানের ওপর। ডট বল কম খেলে সিংগেল বের করার পাশাপাশি ছক্কা হাকাতেও পটু এই চতুর ব্যাটসম্যান। 

 

এদিকে বোলিং দিয়েও বরাবরই প্রতিপক্ষকে কুপোকাত করেছে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডের বোলিং ডিপার্টমেন্টে বিশেষ চোখ রাখা যেতে পারে মার্ক উডের উপর। দ্রুতগতির এ বোলার সব ম্যাচে উইকেট না পেলেও লাইন-লেন্থের দিক থেকে ছিলেন দারুণ ধারাবাহিক। ফাইনালে তিনি করে ফেলতে পারেন বিশেষ কিছু।

 

 

নিউজিল্যান্ডও কম যায়না কোন দিক দিয়ে। অবশ্য ব্যাটিং সাইড নিয়ে হালকা চিন্তা করতে পারে তারা। তবে ফাইনালে বড় ভূমিকা পালন করতে পারেন মার্টিন গাপটিল। টুর্নামেন্টজুড়ে বিশেষ কিছু না করতে পারলেও এ বিধ্বংসি ব্যাটসম্যানের ক্ষমতা কারো অজানা নয়। টুর্নামেন্টের অফ ফর্মের আক্ষেপ ঘুচাতে ফাইনালের মঞ্চকেই বেছে নিতে পারেন তিনি। 

কিউইদের মূল শক্তি অবশ্য বোলিং। অধিকাংশ ম্যাচেই শক্তিশালী পেস ইউনিটের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ফাইনাল ম্যাচে বিশেষ নজর রাখতে হবে ট্রেন্ট বোল্টের উপর। বোল্ট এরইমধ্যে করে ফেলেছেন হ্যাটট্রিক। তবে আরো বড় কিছু পাওয়ার জন্য ফাইনালের মঞ্চে তিনি আরো আগুন ঝড়ালেও অবাক হওয়ার কিছু থাকবেনা।

চ্যাম্পিয়ন যে-ই হোক নতুন শিরোপাধারী পাবে ক্রিকেট বিশ্ব। প্রথমবারের মতো শিরোপার হাতছানি দেয়া দুই ফাইনালিস্টের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় সবাই! 

এক নজরে দুই দলের একাদশ

ইংল্যান্ড


জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ। 

নিউজিল্যান্ড


মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।