• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

জুভেন্টাসে নতুন রেকর্ড রোনালদোর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

রেকর্ড গড়া আর রেকর্ড ভাঙাই যেন তার নেশা! পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো শনিবার রাতে স্পর্শ করলেন আরেকটি মাইলফলক। সিরি’আয় ফিওরেন্তিনার বিপক্ষে একটি গোল করে নাম তুলেছেন ইতিহাসের পাতায়। গত ৬০ বছরের মধ্যে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে লিগে ১৪ ম্যাচে ১০ গোল করার কীর্তি দেখিয়েছেন তিনি।

সর্বশেষ ১৯৫৭ সালে ওয়েলস তারকা জন চালর্স  ১৪ ম্যাচে ১০ গোল করেছিলেন। চালর্সের গড়া পুরনো রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি চলতি মৌসুমে সিরি’আর সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টফ পিয়াতেককেও ছুঁয়ে ফেলেছেন রোনালদো। জেনোয়ার পোলিশ ফরোয়ার্ড পিয়াতেক ১০ গোল করেছেন এখন পর্যন্ত।

রোনালদোর রেকর্ডগড়া রাতে ফিওরেন্তিনাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। জুভিদের হয়ে বাকি দুটি গোল করছেন রদ্রিগো বেনতাঙ্কুর আর জর্জো কিয়েলিনি। এটি ছিল সিরি’আয় ১৪ ম্যাচে জুভেন্টাসের ১৩তম জয়। ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানটা আরও পাকাপোক্ত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে নাপোলি।

এদিকে, স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একটি গোল করেছেন লুকাস ভাজকেস। অপর গোলটি এসেছে আত্মঘাতি খাত থেকে। এই জয়ে ১৪ ম্যাচে ২৩ জয় নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এল রিয়াল।