• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সন্ধ্যায় ভুটানের মুখোমুখি বাংলাদেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় আন্তজার্তিক ফুটবল ম্যাচে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে এ ম্যাচ খেলছে বাংলাদেশ। কোচ জেমি ডে এর লক্ষ্য ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে কাতারের বিপক্ষে বাংলাদেশের একাদশ বাছাই হবে।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজরা। ভুটান বাংলাদেশের চেয়ে তুলনামূলক পিছিয়ে থাকলেও নিজেদের আরো ঝালিয়ে নিতে চাইছেন কোচ জেমি ডে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান এ ইংরেজ নাগরিক।

আগের ম্যাচের চেয়ে বড় ব্যবধানে জিততে চান জেমি ডে। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ভুটানের চেয়ে ২ ধাপ পিছিয়ে থাকলেও তা আমলে নিচ্ছে না স্বাগতিকরা। বাংলাদেশ বরং ভাবছে সামনে কাতারের ম্যাচ।

কোচ জেমি ডে বলেন, আমরা এখন ভুটানের বিপক্ষে খেলব কিন্তু আসল লক্ষ্য কাতার। সেই ম্যাচেরই প্রস্তুতি এটি। এদিকে বাংলাদেশের রক্ষণ নিয়ে চিন্তা থাকছে। রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ লাওস ও আফগানিস্তান ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। 

এএফসি থেকে চিঠি এলে কাতার ম্যাচে থাকবেন না তিনি। স্টপার টুটুল হোসেন বাদশা মোটরসাইকেল দুর্ঘটনায় মাঠের বাইরে। তার জায়গায় সাইফের সেন্ট্রাল ডিফেন্ডার রাফি ভালোই খেলেছেন ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে। কোচ রক্ষণ ভাবনার সঙ্গে গত দুই দিন কাজও করেছেন।

এদিকে, এসএ গেমসের প্রস্ততি হিসেবে বাংলাদেশের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলকে মাঠে নামাচ্ছে ভুটান। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ মুহুর্তে পেরে উঠেনি দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশটি। এবার চমক দেখাতে আত্মবিশ্বাসী তারা।