• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ গ্রানাডা। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দু'দল। অন্যদিকে, লিগ ওয়ানে ঘরের মাঠে এঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

চ্যাম্পিয়ন্স লিগে নিঃসন্দেহে সেরা দল রিয়াল মাদ্রিদ। তবে বাজে সময় হয়তো কপালের লিখন। পিএসজির কাছে হার আর বেলজিয়ামের ক্লাব ব্রুজেসের সঙ্গে ড্র যেন এক রকম নিয়তিই বলা যায় জিদান শিষ্যদের জন্য।

তবে লা লিগায় ফর্মের বেশ তুঙ্গে আছে রিয়াল শিবির। লিগে এখন পর্যন্ত কোন ম্যাচেই হারের তিক্ততা পায়নি লস ব্লাঙ্কোসরা। তাই স্বভাবতই আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। পাশাপাশি ঘরের মাঠে একটু বাড়তি সুবিধা পেতে চাইবে জিদান শিষ্যরা। তবে তাতে খুব বেশি স্বস্তি কোথায়? প্রতিপক্ষ গ্রানাডা পয়েন্ট টেবিলে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মাত্র এক পয়েন্ট কম নিয়ে মার্টিনেজ শিষ্যরা আছে দ্বিতীয় অবস্থানে।

দু'দলের মুখোমুখি ১২ বারের দেখায় জয়ের পাল্লাটা রিয়ালের দিকেই। তবে পরিসংখ্যান ছাপিয়ে মাঠের খেলাটাই মূখ্য। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় লড়াইটা হাড্ডাহাড্ডি হবে সেটি অনেকটাই আঁচ করা যায়।

এদিকে, চলতি মৌসুমে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইডেন হ্যাজার্ড নামের প্রতি সুবিচার করতে পারছেন না। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল কোচ জিদানের। কিন্তু এসানসিয়ো, রদ্রিগো বা বেঞ্জামারা কম কিসে?

এদিকে, ফ্রেঞ্চ লিগে ঘরের মাঠে এঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। নেইমার ফেরায় দলে যোগ হয়েছে বাড়তি শক্তি। যদিও রেইমসের কাছে ২-০ গোলে হোঁচট খেয়েছিল থমাস টাচেলের দল। তবে পরের দুই ম্যাচে নিজেদের চেনা ছন্দে ফিরেছে তারা।


এদিকে, পরিসংখ্যানের বিচারেও এঞ্জার্সের থেকে বেশ এগিয়ে পিএসজি। দু'দলের দশবারের দেখায় কখনোই জয়ের স্বাদ পায়নি এঞ্জার্স। তাই এই ম্যাচেও জয়ের স্বপ্ন বুনছে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।