• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শেষ ম্যাচে পরিবর্তনের আভাস রিয়াদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

দীর্ঘ এক যুগ পর পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই উপহার দিতে পারেনি টাইগাররা। শেষ ম্যাচে তাই দলে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দলের বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের অবস্থা তথৈবচ। 

এমন অবস্থাতেও তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ। দলে পরিবর্তনের সম্ভাবনা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা এখনো নিশ্চিত নই, কিভাবে শেষ ম্যাচটিতে যাব। সম্ভবত রিজার্ভের কয়েকজনকে খেলানোর চেষ্টা করবো। তবে আমাদের দরকার ভালভাবে ফিরে আসা এবং শেষ ম্যাচে জয় তুলে নেওয়া।’

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল (২৭ জানুয়ারি) লাহোরে অনুষ্ঠিত হবে।