• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

১৫ বছর পর পাকিস্তান সফরে ক্যারিবীয় নারীরা!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তান সফর করে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। এরপর প্রায় ১৫ বছরের বিরতি। অবশেষে আবারও পাকিস্তান সফরে যাচ্ছে ক্যারিবীয় নারী ক্রিকেটাররা। শনিবার করাচীতে পৌঁছার কথা রয়েছে ক্যারিবীয় নারীদের।

সফরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। ৩১ জানুয়ারি টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর দুই দল চলে যাবে আরব আমিরাতে। দুবাইতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ৭, ৯ এবং ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচ।

এশিয়ার বাইরে কোনো নারী দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজই সর্বশেষ পাকিস্তান সফর করেছিল। তবে ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে হোম সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান।

নন এশিয়ান দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে দ্বিতীয় দল, যারা পাকিস্তান সফর করেছে। তাদের আগে পাকিস্তানের মাটিতে খেলে গিয়েছিল নেদাল্যান্ডস নারী ক্রিকেট দল।

পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের পাকিস্তানে সফরের এই খবর শুধুমাত্র পাকিস্তান নারী ক্রিকেটের জন্যই নয়, সারা বিশ্বের নারী ক্রিকেটের জন্যই বড় একটি সংবাদ। আমরা অবশ্যই এ জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রতি কৃতজ্ঞ। কারণ, তারা পিসিবির ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপ করতে পেরেছে এবং করাচিতে তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে।’